ভিডিও

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

প্রকাশিত: জুন ০৭, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট: জুন ০৭, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : জমি নিয়ে সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। নিহত নারীর নাম সুফলা দেবী (৬৫)। তিনি মুশা হিন্দুপাড়া গ্রামের মৃত রজনীকান্ত রায়ের স্ত্রী।

এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সুফলা দেবী ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। প্রতিপক্ষরা তা দেখে জমি চাষে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের আঘাতে সুফলা দেবী (৬৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফলা দেবীর মৃত্যু হয়। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ও এসআই নূর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। 
গ্রেপ্তকৃতরা হলো- কিশোরগঞ্জ উপজেলার মুশা হিন্দুপাড়া গ্রামের কেফার চন্দ্রের পুত্র উজ্জ্বল (১৯), বিন্নাকুড়ির পচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা (৬১) ও বড় ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র ওরফে কালটুর স্ত্রী অনিতা (৩৪)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল শুক্রবার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS