ভিডিও

বগুড়াসহ বিভিন্নস্থানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ১১:০১ রাত
আপডেট: জুন ০৮, ২০২৪, ১১:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ পালিত হচ্ছে। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস, বগুড়ার উদ্যেগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অফিসের বটতলায় সেবা সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছা. আফসানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, ভূমি অধিকরণ কর্মকর্তা  মো. আব্দুল ওয়াজেদ, সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো নাগরিকরা যাতে তাদের জমি সংক্রান্ত বিষয় সহজে বুঝতে পারে। সকল নাগরিকের ভূমি সেবা পাওয়ার অধিকার আছে। সারা বছর যাতে নাগরিক সেবা পেতে পারে সেই জন্য সেবা সপ্তাহের আয়োজন করা।

তিনি বলেন, নাগরিকরা যাতে ভূমি সংক্রান্ত কোন কাজে গিয়ে হয়রানীর শিকার না হয় সে বিষয়ে নজর দিতে হবে।  উদ্বোধন শেষে তিনি স্টল পরিদর্শন করেন এবং এর কার্যক্রম দেখেন।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবাবুথ থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা করা,  ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিক নিবন্ধন করা, অনস্পট নামজারি/খারিজের আবেদন গ্রহণ করা, ভূমিসেবা হটলাইন ১৬১২২ এর সেবাসমূহের সম্পর্কে অবগতকরণ ও সেবা প্রদান করা, অনলাইন খতিয়ান/ম্যাপ এর আবেদন পূরণ করা এবং  ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

এদিকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন-
শাজাহানপুর (বগুড়া) : "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে ধারণ করে ভূমিসেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস, শাজাহানপুর,বগুড়ার প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে বিশেষ সেবাবুথ যা গতকাল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম উদ্বোধন করেন।

সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইমসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভূমি সেবাগ্রহীতাগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেবাবুথ উদ্বোধনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও এবং এসি-ল্যান্ড অনস্পট ২ জন সেবা গ্রহীতার মধ্যে  নামজারি ডিসিআর ও খতিয়ান, ৩ জন সেবাগ্রহীতার মাঝে চান্দিনা ভিটির নবায়ন ডিসিআর এবং ৩ জন সেবাগ্রহীতার মাঝে ভূমি উন্নয়ন কর প্রদানের নিবন্ধনপূর্বক দাখিলা প্রদান করা হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস চত্বরে আজ শনিবার (৮ জুন) সকালে ভূমি সেবা সপ্তাহ ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইদ্রিস আলী প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা ভুমি অফিসের আয়োজনে ভুমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ জুন) দুপুর ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।

আরও বক্তব্য রাখেন, আদমদীঘির পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈদ উদ্দিন, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সাংবাদিক বেনজীর রহমান, খায়রুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সবুর খান প্রমুখ। আলোচনা সভায় জমি নামজারিতে কৃষকদের হয়রানি বন্ধ করার আহবান জানানো হয়।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে আজ শনিবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুমন জিহাদী। পরে একটি শোভাযাত্রা স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী।

আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কে এম ওবায়দুর রহমান, সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, শেরপুর উলিপুর আমেরিয়া ফাজিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, পিয়ার হোসেন পিয়ার, জাহিদুর ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

পঞ্চগড় : স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ শনিবার (৮ জুন) সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এএস শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মলিহা খানম।

দিনাজপুর : দিনাজপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. শামীম আলম সরকার বাবু প্রমুখ।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জেলা কালেক্টরেট চত্ব¡রে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় সদর উপজেলা ভূমি কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সকালে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরান হোসেন।

মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ। সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল অমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আল মামুন, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. আরিফুর রহমান সরদার প্রমুখ।

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়ালি উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার। এসময় বক্তব্য রাখেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফফার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত অফিসার আমিনুল হক, জাইকা'র রাইহানুল আলম, বহবলপুর ভূমি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে ভূমি অফিস চত্ব¡রে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।

উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী সুমী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ।

নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গায় ভূমি অফিস চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক জামিল হায়দার জনি প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ সাব-জোনাল অফিসের দায়িত্বরত এজিএম মো. আল এমরান প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্কা ডা. রায়হান নবী, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। এসময় আরও উপস্থিত ছিলেন কানোগো আবু হেনা মোস্তফা কামাল সিদ্দিকী, প্রধান সহকারী আনোয়ার হোসেন, নাজির নজরুল ইসলাম প্রমুখ।

সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাঁথিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) রিফাতুল হকের পরিচালনায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা খোকন।

আরও বক্তব্য রাখেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপু। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ থানার এএসআই নিখিল চন্দ্র রায় প্রমুখ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, মেডিকেল অফিসার বুলবুল আহম্মেদ, ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।

রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু। উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেনের সঞ্চলানায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ভূমি আশিফ উদ্দিন মিয়া। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ তদন্ত মোশাহেদ হোসেন, শৌলমারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুহুল্লাহ, কৃষক মজনু মিয়া, প্রভাষক মোশারফ হোসেন প্রমুখ।

ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমার উপজেলায় প্রধান অতিথি চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্সরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস পাখি প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS