ভিডিও

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৯:৫০ রাত
আপডেট: জুন ১৪, ২০২৪, ০১:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ঝালঘড়িয়া গ্রামে গত বুধবার বাড়ির পাশের পুকুরে পড়ে ফুরকুনি আক্তার শিখা (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে সবুজ ফকিরের (২৫) স্ত্রী ফুরকুনি আক্তার শিখা মৃগী রোগী ছিলেন। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় ফুরকুনি বেগম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে পুকুর পাড়ের উপড়ে খোলা বাথরুমে যায়। পরবর্তীতে দীর্ঘ সময়ে সে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন খোাঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বেলা ১১টায় বাড়ির পিছনের উত্তর পাশের পুকুরে ফুরকুনি আক্তার শিখার ভাসমান লাশ দেখতে পায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, এ সংক্রান্তে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS