ভিডিও

ভারী বর্ষণে হাঁটুপানি সুনামগঞ্জ শহরে

ভারী বর্ষণে হাঁটুপানি সুনামগঞ্জ শহরে

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট: জুন ১৮, ২০২৪, ০১:২৪ রাত
আমাদেরকে ফলো করুন


ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। শহরের বেশির ভাগ সড়কে হাঁটু পানি। বাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন অনেকে। বৃষ্টি মাথায় নিয়ে শহরের অনেক ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে দুপুরে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
সরেজমিনে দেখা যায়, সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, বাঁধনপাড়া, হাছননগর, শহীদ আবুল হোসেন রোড, আরপিননগর, তেঘরিয়া, উকিলপাড়া, ডিএস রোড, ষোলঘর, সবজিবাজার, শান্তিবাগসহ বিভিন্ন সড়কে পানি উঠেছে। অনেকের দোকানের জিনিসপত্র ভিজে গেছে। ভোর থেকেই দোকানের মালামাল সরানোর কাজ করছেন দোকানিরা। বিভিন্ন পাড়া-মহল্লা ও আবাসিক এলাকার উপর দিয়ে পানি গিয়ে পড়ছে ঝাওয়ার হাওরে।
শহরের শান্তিবাগের বাসিন্দা সাদিকুর রহমান বললেন, উঠানে ও সড়কে পানি উঠেছে। শহরের বেশিরভাগ সড়কেই পানি। বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেছি। এর আগে কোনো ঈদে এভাবে বৃষ্টি হতে দেখিনি। এবারে ঈদে কোনো আনন্দ নেই। ২০২২ সালের জুনের মতো বন্যা আতঙ্কে আছে মানুষ।
নতুন পাড়ার মুদি দোকানি অমল দাস বললেন, এভাবে পানি বাড়বে বুঝতে পারিনি। আমার দোকানের বেশিরভাগ মালামাল পানিতে ভিজে গেছে। ভোরে দোকানে এসে মালামাল উপরে তুলছি। মাঝে বৃষ্টি থামায় পানি কিছুটা কমেছিল, বৃষ্টিতে এখন আবার পানি বাড়ছে।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বললেন, জলাবদ্ধতা দূর করতে প্রথমে ক্লিনিং করতে হবে। ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে। কামারখাল ড্রেন সুনামগঞ্জ শহরের মূল ড্রেন, এটা সচল রাখতে হবে। আমরা সচল রাখার ব্যবস্থা করছি। অনেক জায়গা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আজ ঈদের দিনও আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছে। শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সে সব এলাকার জলাবদ্বতা দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অচিরেই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS