ভিডিও

গঙ্গাচড়ায় কোরবানির মাংস পেলেন ৯ শত ১০ পরিবার

প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৩:২১ দুপুর
আপডেট: জুন ১৮, ২০২৪, ১০:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ৯ শত ১০টি দরিদ্র, হতদরিদ্র ও এতিম পরিবারের মাঝে কোরবানির ২৬ টি গরুর মাংস বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুন) সকালে ইসলামিক রিলিফ এর  আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এ মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, ইসলামিক রিলিফ গঙ্গাচড়ার আলোগ্লাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এরশাদুল ইসলাম, এসিস্টেন্ট প্রজেক্ট অফিসার রেজাউল করিম, তোফাজ্জল হোসেন তুহিন ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ৯শত ১০ দরিদ্র, হতদরিদ্র ও এতিম পরিবারের প্রত্যেকের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS