ভিডিও

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

প্রকাশিত: জুন ২০, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট: জুন ২০, ২০২৪, ০২:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: মোটরসাইকেল ভাঙচুরের ছবি তোলার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিক রফিকুল ইসলাম রানার (৫৪) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার বেলা ১১টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সাংবাদিক রফিকুল ইসলাম রানা জানান, এক মোটরসাইকেল আরোহী দক্ষিণপাড়ার এক নারীকে আহত করেন। এতে ওই নারী মোটরসাইকেল আরোহীকে গালাগাল করেন। এ সময় মোটরসাইকেল আরোহী চলে গিয়ে তাদের নিজ গ্রাম কল্যান্দী থেকে আরও দুটি মোটরসাইকেলসহ তিনজন এসে ওই নারী ও তার স্বামীর ওপর আবারও হামলা করতে আসেন। একপর্যায়ে দক্ষিণপাড়ার ৪০-৫০ জন লোক এদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে মারধর এবং তাদের মোটর সাইকেলগুলো ভাঙচুর করতে থাকে। এ সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা ছবি তুলতে গেলে তার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে।

পরে রানাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় কয়েকজন উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাকে ঢাকায় পাঠান।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS