ভিডিও

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

প্রকাশিত: জুন ২০, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট: জুন ২০, ২০২৪, ০৯:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

সিলেট প্রতিনিধি : সিলেটে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গোয়ইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (১৮) নামে এক কিশোর মারা যায়। সে উপজেলার বগাইয়া হাওর এলাকার মান্নান মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগাইয়া হাওরে নৌকা নিয়ে ঘুরতে যায় জুয়েল। এসময় স্থানীয় মধ্যপাড়া ক্লাব ঘরের সামনে বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

এদিকে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে একই উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১০) নামে এক শিশু মারা যায়। সে ওই গ্রামের আবদুল্লাহ মিয়ার মেয়ে। রাতে বাড়ির অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে নাজমিন বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।

অপরদিকে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মন্দিরের পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঝালোপাড়ার নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে দ্রæত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS