ভিডিও

গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত তিস্তার পানি বিপৎসীমার ৫৩ সে.মি. ওপর

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট: জুন ২১, ২০২৪, ০৬:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২১ ঘন্টায় তিস্তা নদীর পানি ৪৩ সে.মি. বৃদ্ধি পেয়ে গতকাল শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত বিপৎসীমার ৫৩ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয় বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্টোল রুম সূত্রে জানা যায়।

অপরদিকে পানি বৃদ্ধিতে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, গিদারি, ঘাগোয়া, কামারজানি, নদীতে পানি বাড়ার সাথে সাথে সদরের মোল্লার চর ও ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী বেষ্টিত যে যেসব ইউনিয়ন রয়েছে। সেসব এলাকায় শুকনা খাবার বিতরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক সব প্রস্তুতি রয়েছে।।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS