ভিডিও

ব্যয় হয়েছে সাড়ে কোটি টাকা

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর ডান তীর সংরক্ষণ কাজ শেষ, এলাকায় স্বস্তি

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আপডেট: জুন ২১, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

বদিউদ-জ্জামান মুকুল, সোনাতলা, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় ৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে রানীরপাড়ায় ৩শ’ মিটার বাঙালি নদীর ডান তীর সংরক্ষণের কাজ শেষ হয়েছে।

বাঙালি নদীর অব্যাহত ভাঙনে মানুষের বসত-ভিটা, জায়গা-জমি, গাছ-পালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই উপজেলার বাঙালি নদীর তীরবর্তী প্রায় ৭ শতাধিক মানুষ বাড়ি-ঘর অন্যত্র স্থানান্তর করেছেন।

বাঙালি-করতোয়া-ফুলজোর-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং/পুনঃখনন ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করেছেন পানি উন্নয়ন বোর্ড।

এ ব্যাপারে হলিদাবগা গ্রামের রোস্তম আলী মন্ডল, বাবর আলী মেম্বার, ডাক্তার আজহার আলী মানিক, ডাক্তার জান্নাতুল আলম দুখু বলেন, বাঙালি নদীর অব্যাহত ভাঙনে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমনকি বাপ-দাদার কবরটাও নদীগর্ভে বিলীন হয়েছে। এভাবে বছরের পর বছর বন্যার সময় নির্ঘুম রাত কাটাতে হয়েছে। বর্তমানে নদীটির রানীরপাড়া, নামাজখালী, সাতবেকী, মোনারপটল, নিশ্চিন্তপুর, হলিদাবগা ও সোনাকানিয়ায় তীর সংরক্ষণের কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, এলাকাবাসী আমাকে যে আশা-আকাক্সক্ষা পূরণ করতে নির্বাচিত করেছেন, আমি আমৃত্যু তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চাই। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS