ভিডিও

লাইনে পানি, ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশ

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৮:১৫ রাত
আপডেট: জুন ২১, ২০২৪, ০৮:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

মৌলভীবাজার প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের কুলাউড়া জংশন ও ছকাপন রেলস্টেশনের মাঝখানে রেলপথের কিছু স্থানে পানি উঠেছে। এতে ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, নির্দেশনা মোতাবেক সব ট্রেন চলাচল করছে। ওই রেলপথ দিয়ে প্রতিদিন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটগামী বিভিন্ন আন্তনগর ও মেইল ট্রেন চলাচল করে।

তিনি আরও বলেন, পানি উঠা ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS