ভিডিও

চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শনে ভিজিলেন্স টিম

প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৯:৩১ রাত
আপডেট: জুন ২২, ২০২৪, ০৯:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন করেছে এ সংক্রান্ত ভিজিলেন্স টিম। 

শনিবার বেলা ১২টায় শহরের বড় বাজার এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শনের সময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করেন ভিজিলেন্স টিমের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু জামাল, নিরাপদ সড়ক চাই- নিসচার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ যাতে বাড়তি ভাড়া না নেয় এ জন্য ঈদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। ঈদের পরেও কর্মস্থলে ফেরা মানুষেরা যাতে ভাড়া নিয়ে ভোগান্তিতে না পড়ে সেজন্য কাউন্টারগুলো তদারকি করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS