ভিডিও

বগুড়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০২:৫৬ দুপুর
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। রত্না বিবিরপুকুরে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের পরিবার জানায়, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে আসেন। ওই সময় একই গ্রামের বাসিন্দা সৈকত গরুর দুধ বিক্রি করতে বাজারে আসেন। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামে হওয়ায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্পো করছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ঢাকাগামী যাত্রীবাহী কোচ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন প্রাণ হারান। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS