ভিডিও

রাসেল ভাইপার আটক করে স্নেক রেসকিউ টিমের হাতে তুলে দিলো স্থানীয়রা

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৬:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

শরীয়তপুরের জাজিরাতে পদ্মা নদী হতে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে স্নেক রেসকিউ টিমের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২২ জুন) রাতে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকন কান্দি এলাকা থেকে সাপটিকে ধরা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকন কান্দি এলাকার সোহেল মাদবরসহ বেশ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এসময় তারা একটি সাপকে সাঁতরিয়ে নদী পার হতে দেখেন। নিকটবর্তী হলে দেখেন এটি একটি রাসেলস ভাইপার সাপ। এসময় তারা সাপটিকে পিটিয়ে আহত করেন। পরে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ে করে এলাকায় নিয়ে আসেন। পরে বিষয়টি স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সোহেল মাদবর বলেন, আমরা নৌকায় বাড়ি ফেরার পথে সাপটিকে দেখতে পাই। পরে লাঠি দিয়ে সাপটিকে চাইয়ের মধ্যে করে নিয়ে আসি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS