ভিডিও

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু

প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৯:৩২ রাত
আপডেট: জুন ২৫, ২০২৪, ০৯:৩২ রাত
আমাদেরকে ফলো করুন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনের বৈদ্যুতির খুঁটির ওপর বসে থাকার সময় প্রাণীটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই বছর ধরে নড়াইল শহরে দুটি হনুমান ঘুরে বেড়াচ্ছিল। সকালে দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির ওপর একটি হনুমান বসে থাকতে দেখা যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীটি মাটিতে ছিটকে পড়ে মারা গেছে। পরে নড়াইল বন বিভাগের কর্মকর্তা এস কে আব্দুর রশীদ এসে হনুমানটিকে উদ্ধার করে সদর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান।

বন বিভাগ নড়াইলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক অমিতা মন্ডল বলেন, আমি হনুমান মারা যাওয়ার বিষয়টি খুলনা বন্যপ্রাণী অধিদপ্তরকে জানিয়েছি। হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS