ভিডিও

বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ১১:১১ রাত
আপডেট: জুন ২৬, ২০২৪, ১১:১১ রাত
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নওগাঁর সমন্বয়ে জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠান থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (২৬ জুন) অভিযানে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের সজীব মিষ্টান্ন ভান্ডার, মেঘলা মিষ্টান্ন ভান্ডার ও রানা মিষ্টান্ন ভান্ডারের প্রত্যেকটি প্রতিষ্ঠানের এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র কোন ধরনের সনদ (পিসিআর ও সিএম) না থাকায় ওজন পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ।

প্রসিকিউটর ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নওগাঁর কর্মকর্তা পরিদর্শক (মেট) মো. নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খাঁন,  ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানুর রহমান খান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS