ভিডিও

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০১:৪৬ দুপুর
আপডেট: জুন ৩০, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (২৯ জুন) রাত ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রতন সূত্রধর (৫১) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আসাদুল হক (৩২)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানিয়েছেন, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মদিনা ট্রাভেলসের চালক আসাদুল হক ও হানিফ পরিবহনের চালক রতন সূত্রধর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ১২ জনকে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS