ভিডিও

সারিয়াকান্দির গাঙে পানি, নৌকা তৈরিতে ব্যস্ত যমুনাপাড়ের মানুষ

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৮:১৯ রাত
আপডেট: জুন ৩০, ২০২৪, ০৮:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি এ বছর কয়েক দফায় কমেছে আবার বেড়েছে। নতুন পানি আসায় উপজেলার যমুনাপাড়ের বাসিন্দারা নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উপজেলার যমুনা এবং বাঙালি নদীতে এ বছর কয়েকমাস আগে থেকেই নতুন পানি এসেছে। ফলে এ উপজেলার নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। নতুন পানি আসায় যমুনা চরের মানুষের চলাচলের জন্য এখন একমাত্র বাহন হয়ে উঠেছে নৌকা। এ কারণে চরবাসী এখন নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত।

উপজেলার পৌর এলাকার গার্লস স্কুল মোড়, বরইকান্দি, পারতিত পরল, কালিতলা, মথুরাপাড়া, রৌহাদহ, চারালকান্দি, শাহানবান্ধা, ডাকাতমারা, জামথল, চরদলিকা, মানিকদাইড়, শংকরপুর নৌঘাটসহ প্রভৃতি নৌঘাটগুলোতে এখন নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত করছেন কারিগররা।

নৌকা তৈরিতে সাধারণত কড়ই, হিজল, মেহগনি কাঠ বেশি ব্যবহার হয়। তবে কেউ ছোট নৌকা তৈরির ক্ষেত্রে কাঁঠাল গাছের কাঠও ব্যবহার করছে। সাধারণত একটি ডিঙি নৌকা তৈরি করতে ৪ থেকে ৫ জন শ্রমিক লাগে। তবে নিজে কারিগর নিয়ে নৌকা তৈরিতে একটু খরচ কম হয়।

উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের ছাইফুল ইসলাম বলেন, আমার বেশ কয়েকটি গরু এবং ছাগল আছে। প্রতিনিয়ত আমাকে নৌকায় করে চরে যেতে হয় ঘাস আনতে তাই। বন্যা আসার আগেই মেরামত করছি। একই উপজেলার কাজলা ইউনিয়নের আব্দুল কালাম বলেন, বিভিন্ন কাজে প্রায়শই নৌকাযোগে উপজেলা সদরে যেতে হয়। তাই নতুন নৌকা তৈরির জন্য কারিগরদের অর্ডার দিয়েছি।

নৌকা তৈরির কারিগর উপজেলা কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি বাজারের বুলু মিয়া জানান, পানি বৃদ্ধির সাথে নৌকা তৈরির অর্ডার বৃদ্ধি পেয়েছে। ছোট ডিঙি নৌকার অর্ডার বেশি পাওয়া যাচ্ছে। তবে সকল সাইজের নৌকাই তৈরি হচ্ছে। ছোট ডিঙি নৌকা সাধারণত ৮ হাজার টাকা থেকে শুরু করে ১৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নৌকা কত হাত হবে তার উপরে এর দামের কমবেশি হয়। তার দোকানে তিনিসহ ৪ জন কারিগর কাজ করেন। তবে কাজের চাপ বাড়লে কারিগরের সংখ্যাও বৃদ্ধি পায়। তিনি আকাশমণি, জিগা এবং আমকাঠ নৌকা তৈরিতে ব্যবহার করছেন। তিনি প্রতিবছর ৩০০ টির বেশি নৌকা বানান।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান বলেন, যমুনা নদীতে চলাচলের জন্য ফিটনেসযুক্ত ভাল নৌকা তৈরির পরামর্শ দেয়া হয়েছে কারিগরদের। এছাড়া নদীপথে চলাচলের জন্য যাত্রীদের লাইফ জ্যাকেটও ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS