ভিডিও

বগুড়ার ধুনটে সরকারি রাস্তা বেদখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ১১:০৭ রাত
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ১২:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে সরকারি রাস্তা বেদখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় জয়শিং গ্রামবাসি নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়শিং বটতলা এলাকা থেকে রতন-গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে সরকারি একটি কাঁচা রাস্তা রয়েছে। বিকল্প কোন রাস্তা না থাকায় ওই রাস্তা দিয়েই আশপাশের প্রায় ৪০০ পরিবারের লোকজন যাতায়াত করে।

এছাড়া স্থানীয় স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা এই পথেই চলাচল করে থাকেন। কিন্ত সম্প্রতি ওই রাস্তার প্রায় ১০০ মিটার অংশ বেদখল করে একই গ্রামের আমজাদ হোসেন মন্ডল ও তার ২ ছেলে বসতবাড়ি নির্মান করেছেন। ফলে সরকারি রাস্তাটি সরু হয়ে যাওয়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। রাস্তাটি বেদখল করায় সরকারি অর্থে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না।

ওই রাস্তা দিয়ে যানবহন চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ কারণে জয়শিং গ্রামের সেলিম আহম্মেদ, রিপন মিয়া ও আব্দুল মোমিনসহ ১২জন স্বাক্ষরিত একটি অভিযোগ ২০ জুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দাখিল করেছেন।

ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনিতা নাছরিন বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS