ভিডিও

রংপুরে তিস্তার শাখা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: জুলাই ০৬, ২০২৪, ১০:২৩ রাত
আপডেট: জুলাই ০৬, ২০২৪, ১০:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় তিস্তার শাখা মানাস নদীতে ডুবে কওমি মাদ্রাসা ছাত্র মো. সবুজ মিয়া (১২) মারা গেছে। আজ শনিবার (৬ জুলাই) উপজেলার হারাগাছ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেলিটারি গ্রামে তিস্তার শাখা মানাস নদীর কেসমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে মো. রাজ্জাকুলের ছেলে ও দারুল হুদা কওমি মাদ্রাসার হেফ্জ শাখার ছাত্র।

হারাগাছ থানা পুলিশ জানায়, দুপুরে সবুজ মিয়া তিস্তার শাখা মানাস নদীর কেসমের ঘাট এলাকায় গোসল করতে নামে। সাঁতার না জানায় এক পর্যায়ে সে নদীর পানির গভীরে ডুবে যায়। খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেননি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS