ভিডিও

কলমাকান্দায় নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বরউন্দ ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার মধ্যবর্তী স্থানে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরে বড়খাপন ইউনিয়নের বরইউন্দ ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার মধ্যবর্তী হাওড়ে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

 মৃতদের একজন সুনামগঞ্জের মধ্যনগর থানার সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৫) ও রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

তারা কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামে আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মারা গেছেন।

জানা গেছে, বড়ইউন্দ বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকা (ছোট ট্রলার) ২০ থেকে ২৫ জনের মতো যাত্রী নিয়ে মধ্যনগরের দিকে যাওয়ার সময় হাওরের কিছু দূর পেরিয়ে গোমাই নদীতে গেলেই স্রোতের তোড়ে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় ও সাঁতরে বাকিরা পাড়ে উঠলেও দুই নারী উঠতে পারেননি। তাদের কিছুক্ষণ পর উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS