ভিডিও

বগুড়ার দুপচাঁচিয়া হাইস্কুলে উপড়ে পড়া পাকুড় গাছটি পাঁচ দিনেও অপসারণ হয়নি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৮:২১ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তার ধারে পুকুর পাড়ে বৃষ্টিতে উপড়ে পড়া পাকুড় গাছটি পাঁচ দিনেও অপসারণ করা হয়নি। ফলে এই বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কটি আরও ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিতে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সড়কের পাশে পুকুর পড়ের বিশাল পাকুড় গাছটি উপড়ে পুকুরে পড়ে যায়। সেই সাথে সড়কের কিছু অংশ ভেঙে যায়। গত পাঁচ দিনেও গাছটি অপসারণ না করায় বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা গাছটির উপরে উঠে খেলাধুলা করছে। এতে পুকুরে পড়ে শিক্ষার্থীদের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়াও পুকুরের পানির ঢেউয়ে ও বৃষ্টির পানিতে গাছের গোড়া বিশাল আকারে ভেঙে বিদ্যালয়ে চলাচলের রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ণ সড়কের পাশে পাঁচদিন গাছটি পড়ে থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

এ বিষয়ে আজ রোববার (১৪ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন বলেন, গাছটি উপড়ে পড়ার বিষয়টি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও জান্নাত আরা তিথিকে জানানো হয়েছে। নিয়মানুসারে বন বিভাগের কর্মকর্তার মাধ্যমে গাছটির মূল্য নির্ধারণ করে তা নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS