ভিডিও

সিরাজগঞ্জের রায়গঞ্জ চান্দাইকোনায় ৯৩০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১০:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা (পাবনা বাজারের) মহাসড়কে অভিযান চালিয়ে ৯৩০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ ওবায়দুল ইসলাম (৩৬ ) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে র‌্যাব-১২ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওবায়দুল দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহারাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই মাদককারবারিকে গ্রেপ্তার করে।

এ সময় একটি মোবাইল ফোন ও ১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS