ভিডিও

বগুড়ায় নাশকতা মামলায় মোট ১৪৫ জন গ্রেপ্তার

১৪ মামলায় আসামি ১২৩৯

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১০:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় আজ শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত বগুড়া সদর থানায় ১৪টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের শহরের সাতমাথাস্থ কার্যালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙ্চুরের ঘটনায় ১৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৮ জুলাই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে শহরের সাতমাথায় তার অফিসে হামলা চালিয়ে ভাঙ্চুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষোভকারীরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: স্নিগ্ধ আখতার জানান, গতকাল পর্যন্ত ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, আজ শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত দায়ের করা ১৪টি মামলায় ১২৩৯ জনের নামে আসামি করা হয়েছে। মামলার প্রায় সব আসামিই বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা-কর্মী। এসব মামলায় বহুসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পলাতক আসামিদের ধরতে মেসে মেসে ও বাড়ি বাড়ি অভিযান চালিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS