ভিডিও

জানালেন রাবি উপাচার্য

রাবি ক্যাম্পাস খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ০৭:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার নতুন সিদ্ধান্ত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসযজ্ঞ চলেছে তাতে প্রশাসনিক ভবনসহ ৯টি হলের ১৫৮টি কক্ষে ভাংচুর করা হয়েছে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


হল খোলার বিষয়ে উপাচার্য আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা হল খুলতে চাই। কিন্তু এর আগে হলগুলো ঠিকঠাক করতে হবে। আমরা ইতোমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।

তদন্ত কমিটিকে ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও তদন্ত শেষ হলেই আমরা হলগুলো মেরামতের কাজ শুরু করবো। হল মেরামতের কাজ শেষ হলেই হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবো। 

গতকাল বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক হল পরিদর্শন শেষে এসব কথা বলেন উপাচার্য। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS