ভিডিও

নারায়ণগঞ্জ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট: জুলাই ৩১, ২০২৪, ০৭:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. এরশাদুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারের হাইজাদী এলাকার মো. বিল্লালের ছেলে মো. সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. কাউছার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। তাদের মধ্যে মো. কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS