ভিডিও

নরসিংদীতে শিক্ষার্থীদের গণমিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা

প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার (২ আগস্ট) পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা এ সময় নানা স্লোগান দিচ্ছিলেন। প্রেসক্লাবের সামনে আসার পর যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি।

একপর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়।

হামলায় আহত শিক্ষার্থী রাকিবুল ইসলাম ইফতি বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান করতে চাইলে উপজেলা মোড়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় অনেক জন আহত হয়েছেন। তবে, পুলিশি হয়রানির ভয়ে আমরা হাসপাতালে যেতে পারছি না।'

এ বিষয়ে নরসিংদীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না। লাঠিপেটার বিষয়টি তিনি অস্বীকার করেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS