ভিডিও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০২:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়াসহ ৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করেন তারা।

বেলা সাড়ে ১২টা নাগাদ কয়েকশো শিক্ষার্থী এক হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুরাদ চত্বর থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন'র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলটিই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সেখানে সড়ক অবরোধ করে।

এর আগে, বেলা ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে একে একে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS