ভিডিও

সোনামসজিদ ইমিগ্রেশনে ৩ লক্ষাধিক টাকাসহ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৪, ০৮:১২ রাত
আপডেট: আগস্ট ০৬, ২০২৪, ০৮:১২ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে ভারত যাওয়ার সময় ৩ লাখ ৩১ হাজার টাকাসহ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার সপুর্উাপ-শহর হাউজিং এস্টেটের সাইদুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ওই কর্মকর্তা ভারতে পলায়ন করবেন মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS