ভিডিও

হামলা, ভাঙচুর ও লুটপাট প্রতিরোধে বগুড়া জেলা বিএনপি’র বিবৃতি

প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৪, ০৯:৪৮ রাত
আপডেট: আগস্ট ০৯, ২০২৪, ০২:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বগুড়া জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এড. কে এম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুসংখ্যক সুযোগসন্ধানী, সন্ত্রাসী, দুর্বৃত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দখলবাজসহ চাঁদা দাবির মতো ঘটনা ঘটিয়ে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত আছে।’

বগুড়া জেলা বিএনপি’র অধিনস্ত সকল ইউনিট ও অঙ্গদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণকে প্রতিরোধ গড়ে তুলে, এরা যে দলেরই হোক তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ‘সন্ত্রাসীদের মধ্যে বিএনপি, অঙ্গদল ও সহযোগী সংগঠনের যদি কেউ থাকে তাদেরকে তাৎক্ষণিক বহিস্কার করা হবে।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS