ভিডিও

বগুড়ার ধুনটে জমি নিয়ে সংঘর্ষে ৯ জন আহত

প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৪, ০৯:৫৬ রাত
আপডেট: আগস্ট ০৯, ২০২৪, ০৯:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আনারপুর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী রুপালী খাতুন (৩৫), গোফ্ফার সরকারের ছেলে রবিউল হাসান (৩০), আফতাব হোসেনের ছেলে রনজু মিয়া (৪২), জহুরুল ইসলাম (৩২), মতিউর রহমানের ছেলে রাজু আহম্মেদ (৩২), ফটিকুর রহমানের ছেলে গোলাপ সরকার (৫০), মোনছের আলীর ছেলে আব্দুর রশিদ (৫০), মোজাহার আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), শহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন (২৫)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের জিয়াউর রহমান ও গোলাপ সরকারের মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে আজ শুক্রবার (৯ আগস্ট) সকালের দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS