ভিডিও

বগুড়ায় ৮ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় শান্তি সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ১০:৩২ দুপুর
আপডেট: আগস্ট ১০, ২০২৪, ০৩:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুজা মন্ডপসহ হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার স্বার্থে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট,বৃহস্পতিবার বিকেলে শহরের সেউজগাড়ী পালপাড়ায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য দীলিপ কুমার দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার পাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল জলিল বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জেলা খেলাঘর আসরের যুগ্ম আহবায়ক আরিফুল হক খান রনিক, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর নাজমুল হক, মানবাধিকার কর্মী লতিফুর রহমান লতিফ, নিয়াজুল ইসলাম মনা, আব্দুল আলিম দুলাল, সেউজগাড়ী ইসকন মন্দিরের অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী।

পৌরসভার স্টেশন রোড সাতমাথার সিবিও'র সাধারণ সম্পাদক মো: আলিফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সমন্বয়ক মনিরুজ্জামান লিটন, দৈনিক করতোয়ার সাব-এডিটর (অনলাইন) সাংবাদিক শাব্বির হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসিফ মাহমুদ, ছাত্রদল নেতা পাভেল, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক শাওন পাল প্রমুখ। সভায় ৮ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের মন্দির ও জানমাল রক্ষায় শান্তি কমিটি গঠন করা হয়। সভায় মন্দির পাহারা দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়। খবর বিজ্ঞপ্তি'র।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS