ভিডিও

বগুড়ার ধুনটে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু, ভীতি কাটছে মানুষের

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ০১:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট থানায় পুলিশি কার্যক্রম ৭দিন বন্ধ থাকার পর অবশেষে সেনাবাহিনীর সহায়তায় আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সীমিত পরিসরে কাজ শুরু করা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ভীতি কেটে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর গাড়ির সাথে থানা পুলিশের গাড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন। সেবা প্রার্থীরা থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে আসছেন।

এ সব অভিযোগের কোনটা জিডি হিসেবে রেকর্ড করছে। আবার কোন কোন অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। কেউ থানায় প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। থানায় আসার কারণও জিজ্ঞাসা করছেন তারা। তবে নিরাপত্তাজনিত কারণের পাশাপাশি আরও কিছু কারণে এখনও নিয়মিত অপারেশনাল কাজে নামতে পারেনি পুলিশ।    

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সারাদেশের মত ধুনট থানায় পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে ধুনট থানায় হামলা কিংবা কোন জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় জনগণ থানা ভবন পাহারা দিয়ে রেখেছে। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা গেটে তালা ঝুলিয়ে থানা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেয়। এ অবস্থায় থান ভবন পাহারা দেওয়ার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়।

 ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে আমাদের পুলিশ সদস্যদের বাঁচাতে এগিয়ে এসেছেন, মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমরা সামরিক বাহিনীর সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু করেছি। সব নাগরিকের কাছে অনুরোধ, আপনারা থানায় আসুন। আপনাদের সেবা দিতে আমরা প্রস্তুত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS