ভিডিও

সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০১:৪৬ দুপুর
আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ০১:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশি পাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আব্দুল্লা (৩০)। বাংলাদেশের ওহেদপুর ও জোহরপুর বিওপি’র মাঝামাঝিতে ১৬/৪এস পিলার নং থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে সোমবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটায়। সোমবার গভীর রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি করলে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। স্থানীয় পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুল্লা নারায়নপুরের বাসিন্দা ছিলেন। নদী ভাঙ্গনের কারণে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় কিছুদিন আগে দক্ষিণ পাঁকা নিশি পাড়ায় বাড়ি করে তার পরিবার। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের স্ত্রীর কাছ থেকে সংবাদ পেয়ে বিজিবি’র পক্ষ থেকে ঘটনাটি বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS