ভিডিও

সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৩:০১ দুপুর
আপডেট: আগস্ট ১৪, ২০২৪, ০৩:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার করেছে বিজিবি। পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পি জন সেলভারাজকে গ্রেপ্তার করে বিজিবি। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভারতে পালানোর চেষ্টাকালে তাকে আবার গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তার বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS