ভিডিও

অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রদের হাতে অটোরিকশা চালক আটক 

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট: আগস্ট ১৪, ২০২৪, ০৩:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে অটোরিকশা চালককে আটক করলো ছাত্ররা।  মো. ইলিয়াস (২০) নামে এক সিএসজিচালিত অটোরিকশা চালককে আটক করে নৌবাহিনীর হাতে তুলে দেয় ছাত্ররা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সিএনজিচালক ইলিয়াস গাড়ি নিয়ে এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলন। স্কুল ছুটির পর এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের ছাত্র-জনতা এসে ইলিয়াসকে আটক করে গলায় ‘ইভটিজার’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়। পরে কর্তব্যরত নৌবাহিনীর হাতে তুলে দেয় তাকে।

এ সময় স্থানীয় জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ এম উচ্চ বিদ্যালয় শাখার সমন্বয়ক তামজিদ উদ্দিন এবং মোহাইমেনুল ইসলাম আরমান উপস্থিত ছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, এ নামের কাউকে আমাদের কাছে দেওয়া হয়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS