ভিডিও

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ১১ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৩:০৯ দুপুর
আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ১২:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়া সদর থানার অস্ত্রাগার হতে লুট হওয়া ৩৮টি অস্ত্রের মধ্যে শুক্রবার পর্যন্ত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর বিজয় মিছিলের সময় বগুড়া সদর থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে ৩৮টি অস্ত্র লুট হয়ে যায়। পুলিশ সূত্রে জানায়, বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ৩৮টি অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ১১টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে চেলোপাড়া থেকে ৫টি, সাতমাথা থেকে একটি, সেনাবাহিনীর উদ্ধার করা দুটি এবং বাকি তিনটি সদর থানার ভেতর থেকে উদ্ধার কর হয়েছে। উদ্ধার ১১টি অস্ত্রই পুড়ে গেছে, যা ব্যবহারে অযোগ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অস্ত্রাগারে ৩৮টি অস্ত্র এবং গুলি মজুদ ছিল। এসব অস্ত্রের মধ্যে শটগান ও চায়না এসএমজি মডেলের সংখ্যাই বেশি ছিল। আর যে গুলি মজুদ ছিল তা আগুনে বিস্ফোরিত হয়েছে। ফলে থানার ছাদ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লুট হওয়া অস্ত্রের মধ্যে যদি কোনো অস্ত্র ব্যবহারের যোগ্য হয়ে অন্যের হাতে থাকে তাহলে সেটা সবার জন্য ঝুঁকির কারণ।

একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, লুট হওয়া অস্ত্রের মধ্যে যদি কোনো অস্ত্র ব্যবহারের যোগ্য হয়ে অন্যের হাতে থাকে তাহলে সেটা সবার জন্য ঝুঁকির কারণ।

বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান গণমাধ্যমকে বলেন, সদর থানা থেকে ৩৮টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এর মধ্যে এখন পর্যন্ত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা বাকি অস্ত্রগুলো উদ্ধারে কাজ শুরু করেছি। এ ব্যাপারে স্থানীয় লোকজন ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বাকি অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS