ভিডিও

চুয়াডাঙ্গার সীমান্তে ১৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ০৫:১৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার সীমান্ত থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম (১৩৯৭ ভরি) ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে দর্শনা ঠাকুরপুর বিওপির কদমতলা সীমান্ত থেকে এসব রুপা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপা চোরাচালান হবে। খবর পেয়ে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৮৯ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঠাকুরপুর কদমতলা বাজার মোড় পাকা রাস্তার পাশে অবস্থান নেন।

সকাল ৭টার দিকে কদমতলা এলাকার সীমান্ত শূন্য লাইনের রাস্তা দিয়ে কার্পাসডাঙ্গার দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখলে তাকে ধাওয়া করে টহলদল। তখন ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যান। পরবর্তীতে মোটরসাইকেল জব্দ করে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধার করা ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের আরেকটি ব্যাগ থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম বা ১৩৯৭.৪৬ ভরি ওজনের ভারতীয় রুপা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। এছাড়া উদ্ধার ভারতীয় রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS