ভিডিও

লুটেরাদের কোন দলীয় পরিচয় নেই লুটের মাল ফেরত দিতে হবে : সাবেক এমপি আকবর আলী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ১০:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী বলরাম জিউ মন্দির আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী হিন্দু সম্পদায়ের এক সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক  সংসদ সদস্য এম. আকবর আলী বলেন, যারা স্বৈরাচার হাসিনার পতনের পর উল্লাপাড়ায় বিভিন্ন দোকানপাট, বাড়িঘরে লুটপাট করেছে। তারা কোন দলের হতে পারে না।

লুটেরাদের কোন দলীয় পরিচয় নাই। যারা দোকানপাট, বাড়িঘরে লুটপাট করেছে। লুটের মাল তাদের অবশ্যই ফেরত দিতে হবে। তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লাপাড়ায় কোন চাঁদাবাজ লুটেরাদের স্থান হবে না। তিনি হিন্দু সম্পদায়ের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই এদেশের নাগরিক।

আমাদের পরিচয় বাংলাদেশী। আমরা হিন্দু, মুসলমান ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে দেবো। তিনি সস্ত্রাসীদের রুখে দেওয়ার জন্য গৃহবধূসহ সকল মহিলাদেরও পুরুষের পাশাপাশি এগিয়ে আসার আহবান জানান।

আজ শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বলরাম জিউ মন্দির চত্বরে মন্দিরের সভাপতি সুভাষ সাহার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র বেলাল হোসেন, ডা. সজিব ঘোষ, সাবেক কমিশনার বাবুল ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ, সাধারণ সম্পাদক রতন সরকার, বিএনপি নেতা, আলহাজ আবু বক্কার সিদ্দিক, আব্দুর রাজ্জাক সন্টু প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS