ভিডিও

আগ্নেয়াস্ত্রের ব্যবসার অভিযোগে মুদি দোকানী আটক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট: আগস্ট ২০, ২০২৪, ০৩:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রের ব্যবসার অভিযোগে মুদি দোকানীকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দ্বীপ উপজেলা হাতিয়ায় মুদি দোকানের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যবসার অভিযোগে সেলিম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

কারাগারে প্রেরণকৃত সেলিম উদ্দিন হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ধনুক মার্কেটের সম্পদ স্টোরের মালিক।

জানা যায়, নাশকতার কাজে সেলিম উদ্দিনের দোকানে আগ্নেয়াস্ত্র পাওয়ার খবর পেয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল আলম বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুদি দোকান থেকে ৪টি স্টিলের রড, ৩টি বড় চাকু, ৫টি লোহার পাইপ, একটি মদের বোতল জব্দ করেন।

নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বলেন, মুদি দোকানী সেলিমের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরেছে। ব্যবসার আড়ালে এসব অবৈধ কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাহলে এক সময় না এক সময় আইনের আওতায় আসতেই হবে। হাতিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS