ভিডিও

সাতক্ষীরা সীমান্তে ভয়ঙ্কর মাদক ভারতীয় ক্রিস্টাল মেথ জব্দ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০১:৩২ দুপুর
আপডেট: আগস্ট ২১, ২০২৪, ০১:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে  হঠাৎগঞ্জ এলাকা থেকে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। 

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় একটি পরে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি রাতের আধারে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS