ভিডিও

বগুড়ার সোনাতলায় সাহাদারা মান্নানসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা

বাদি একই দলের সাবেক নেতার ছেলে

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ০২:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনাসহ ৮৩ জনের বিরুদ্ধে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা হয়েছে। নিজ দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু’র ছেলে শামীনুর ইসলাম শামীম বাদি হয়ে এই মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল ৫ টার দিকে অভিযুক্ত ব্যক্তিদের নির্দেশে উপজেলার সুজাইতপুর গ্রামের বাসিন্দা ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু’র ছেলে শামীনুর ইসলাম শামীমের উপজেলা গেটের দক্ষিণ পাশে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মামলা অভিযুক্তরা হচ্ছেন সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনা ও তার স্বামী পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিস্টার, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেলুরপাড়াস্থ ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা পৌরসভার কাউন্সিলর লিখন আনোয়ার কাজল, আগুনিয়া তাইড় এলাকার আশরাফ আকন্দ, একই এলাকার ফুলু আকন্দের ছেলে মানিক আকন্দ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন জুয়েল, সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ, উত্তর দিঘলকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওলিউর রহমান, দক্ষিণ আটকড়িয়ার আব্দুল মোমিন, উত্তর আটকড়িয়ার তারেক, কাবিলপুরের আলম বেপারী, শ্যামপুরের সোহেল মন্ডল, আচারের পাড়ার মিলন বেপারী, গড়ফতেপুর এলাকার আব্দুল কাদের, আগুনিয়াতাইড় এলাকার আলী আজম, দক্ষিণ আটকড়িয়ার শিহাবুর রহমান, কালাই হাটার শফিকুল ইসলাম, দাউদপুরের আব্দুল ওয়াহেদ, সুজাইতপুরের শামীম, মধ্য দিঘলকান্দির সিরাজুল ইসলাম, পাতিলাকুড়া গ্রামের আব্দুল কাফি, পূর্ব তেকানীর সাকা মন্ডল, উত্তর কালাই হাটার তিতুমীর হোসেন, কাবিলপুরের ঠাণ্ডা মিয়া’সহ ৮৩ জন।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এ নিয়ে সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বিরুদ্ধে সোনাতলা থানায় একটি হত্যা মামলাসহ দু’টি মামলা দায়ের করা হলো।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS