ভিডিও

রাস্তা তলিয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:১৯ দুপুর
আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ০৩:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: বন্যার পানিতে অনেক স্থানে রাস্তা তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের মীরসরাই থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৫০ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার যাত্রী। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের মীরসরাই অংশে ঢাকামুখী লেনের পশ্চিম পাশে মীরসরাই সদর থেকে ফেনীর লালপোল পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে। কখনো স্লত গতিতে গাড়ি চলাচল করলেও আবার ঘণ্টার পর ঘণ্টা ধরে থেমে আছে। এভাবেই চলছে শনিবার সকাল থেকে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মিরসরাই এলাকায় জ্যামে আটকে থাকা সৌদিয়া পরিবহনের যাত্রী ফরিদুল ইসলাম জানান, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে রওনা করেছি। বেলা ১২টা পর্যন্ত মীরসরাই দাড়িয়ে আছে গাড়ি। এভাবে শত শত কাভার্ডভ্যান, মালবাহী লরি, ট্রাক, তেলবাহী গাড়ি, যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ হাজার হাজার গাড়ি থেমে আছে জ্যামের কারণে। 


চালকদের সাথে কথা বলে জানা গেছে, একদিকে ফেনী-কুমিল্লা চৌদ্দগ্রাম পর্যন্ত অপরদিকে ফেনী মীরসরায়ের নয়দুয়ার (চরাকুল) এলাকা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও শনিবার দুপুর পর্যন্ত সড়কের বেশ কিছু অংশ পানিতে ডুবে থাকতে দেখা গেছে। 

কনটেইনারবাহী কাভার্ডভ্যান চালক জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ঢাকা রওনা দিয়েছি সকাল ৮টায়। ফেনীর কাছে আটকে আছি ২টা পর্যন্ত। জানি না ঠিক কখন যেতে পারবো। 

মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সোহেল সরকার জানান, হঠাৎ বন্যার পানিতে অনেক স্থানে রাস্তা তলিয়ে গেছে। গাড়ি চলাচল করতে পারছে না। আমরা নিরসনের চেষ্টা করছি। পানি যদি কমে যায় তীব্র যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS