ভিডিও

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০১:৩২ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে রোকেয়া বেগম (২৭) নামে একজন গৃহবধূর বালুবাহী ড্রামট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোকেয়া বেগম গাবতলি উপজেলার চাকলা গ্রামের শামীম ইসলামের স্ত্রী। সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গা বাজারের পাশে আজ শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ধরণের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা  ট্রাকটি আটক করলেও পরে তা ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, সকালে গাবতলী চাকলা এলাকার নিজ বাড়ি থেকে শামীম-কেয়া দম্পত্তি সারিয়াকান্দি বরইকান্দি এলাকার মকবুল হোসেন নামে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে বরইকান্দি এলাকায় সারিয়াকান্দি-কুতুবপুর সড়কে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে কেয়া দম্পতির মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

তে ট্রাকের চাকায় কেয়া বেগমের মাথা পিষে যায়, ফলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ এলাকাবাসি ঘাতক ট্রাকটি আটক করে। পরবর্তীতে ট্রাকটি ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিহত কেয়া বেগমের স্বামী শামীম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS