ভিডিও

সন্ধ্যায় চালু হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০৬:১৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩দিন বন্ধ থাকার পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিলো কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকায় তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হচ্ছে। তবে বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন।

গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠে এ ট্রেনটি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS