ভিডিও

উত্তরাঞ্চলে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ১১:৩৬ রাত
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ১১:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : অন্যান্যস্থানের মত উত্তরাঞ্চলেও উৎসবমূখর পরিবেশে আজ সোমবার (২৬ আগস্ট) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে যথাবিহিত পূজার্চণা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দিনটিতে অনেকে উপবাস পালন করেন।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টায় তালসন কালীবাড়ী মন্দির থেকে এক মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে শেষ হয়।

পরে আদমদীঘি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন্ত চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনিপ নেতা খন্দকার মেহেদী হাসান, ফরিদুল হক মুক্তা, পুজা উদযাপন পরিষদের নেতা বাদল মৈত্র, লক্ষণ সরকার, পংকজ সরকার, মদন মোহন সরকার, কানাই প্রামানিক, মৃনাল সরকার, জগাই কুন্ডু প্রমুখ। অপরদিকে সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে অপর এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


ধুনট (বগুড়া) : জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সকাল ১১টার দিকে ধুনট কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরুল আমিন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সহ-সভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা আকতার আলম সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, পৌর কাউন্সিল রনজু মল্লিক, ধুনট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার সাহা, নিমাই চন্দ্র ঘোষ, সদস্য সাধন কুমার সাহা, গৌতম চন্দ্র সরকার, সুশান্ত কুমার সাহা, আনন্দ কুমার সরকার, সন্তোষ কুমার মন্ডল, হৃদয় কুমার রায়, শিপন কুমার দাশ, নিরঞ্জর কুমার সরকার, রঘু নাথ রায়, স্বপন কুমার রায় প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সকালে এক আলোচনা সভা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল বসাকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, বিপ্লব কুমার মহন্ত বিপুল প্রমুখ। সভার পূর্বে মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে পালা কীর্তন, ধরাসতী ও শ্রী কৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়।

সারিয়াকান্দি (বগুড়া) : শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারিয়াকান্দিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ উপলক্ষে সকালে আনন্দ শোভাযাত্রা উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা প্রমুখ।


জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (২৬ আগস্ট) জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রঙ্গনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল জুবায়ের শফিক। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রতন কুমার খাঁ।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন, জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদির হোসেন আদনান, জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সদস্য সচিব রাজ কুমার খেতান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. হৃষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সদস্য সচিব এড. স্বপন কুমার তালুকদার, রামকমল সাহা প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এদিকে ’ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা বিএনপি অফিসে সকালে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ঐক্য ফ্রন্ট আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার অয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উৎপল সরকার।

বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রীয়  বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব প্রমুখ। আলোচনা শেষে তারা এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। জেলার সনাতনীদের নিয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।

পাঁচবিবি (জয়পুরহাট) : জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সকাল ১০টায় কেন্দ্রিয় বারোয়ারী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক সুনীল রায়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান, থানা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম,  সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সম্পাদক সুভাস চন্দ্র দাস, নিশিপদ দাস, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক সুদর্শন সরকার প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS