ভিডিও

কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রমিক দল নেতা নিহত

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজার ওয়াপদা অফিসের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম শওকত (৩৬) নামে একজন উপজেলা শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। 

সোমরার (২৬ আগস্ট) রাত ৯টায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

নিহত শহিদুল ইসলাম শওকত ওই উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। তিনি পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, শওকতের সাথে স্থানীয় বদিউল আলম গ্রুপের সিএনজি অটোরিকশা সংগঠনের নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হন শওকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার আবদু রশিদের ছেলে বদিউল আলম, উত্তর গোঁয়াখালীর মোহাম্মদ ছবির ছেলে সাজ্জাদ, নওশা মিয়ার ছেলে খুরশেদ আলম, টুনিক্যাসহ আরও কয়েকজন শওকতের উপর হামলা করলে ছুরিকাঘাতে শওকত, তার ভাই সাকের (৩৩)  ও চাচাত ভাই তারেক (২২) গুরুতর আহত হয়।

নিহত শওকতের ভগ্নিপতি মোহাম্মদ শফি জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যালে নেওয়ার পথে শওকত মারা যায়।

পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, মদ খেয়ে মাতলামি করায় নওশা মিয়ার ছেলে খোরশেদকে শওকতসহ এলাকার কয়েকজন লোক ধরে নিয়ে বেঁধে রাখলে বদিউল আলম, সাজ্জাদ, টুইন্যাসহ একদল লোক শওকতের ওপর সশস্ত্রী হামলা করে এতে হামলাকারীদের ছুরিকাঘাতে শওকত নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ। তিনি জানান, দুপক্ষের মারামারিতে শওকত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়, পরে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS