ভিডিও

রাজশাহীতে পদ্মার পানি এখনও বিপৎসীমার নিচে

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ০১:২১ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিলেও গত ১৫ ঘন্টায়ও তেমন পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। গতকাল সোমবার সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে।

গেট খুলে দেওয়ার খবর গণমাধ্যমের ছড়িয়ে পড়ার রাজশাহী অঞ্চল জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অথচ গেট খুলে দেওয়ার আগ থেকেই বাড়ছে পদ্মার পানি। তবে গত সোমবার পানি বৃদ্ধির হার আরও একটু বেশি ছিল। সেটি রাত ৯টার পর আর বাড়েনি বলে দাবি করেছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।

রাজশাহী নগরের বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সেখানে সোমবার ভোর ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকেল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩০ মিটার। গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সেটি অপরিবর্তিত ছিল। অর্থ্যাৎ পানি তেমন বাড়েনি।

রাজশাহীর শহর থেকে ২০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬ দশমিক ৯২ মিটার। গতকাল সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ১৫ দশমিক ০৫ মিটার এবং সকাল ৯টা ও বিকেল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক ০৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটিও গতকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত একই ছিল।

উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, আমরা সাধারণত ১০ দিনের জন্য নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিই। আগামী ১০দিনের মধ্যেও পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তারপরেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নদীতে পানি বাড়ছে বলে। গত রোববার দুপুর থেকেই পানি বাড়ছে। আরও ২-৩ দিন পার হলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS