ভিডিও

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিকের জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ১১:১৬ রাত
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১১:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১৫মণ ভেজাল গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার কেশাবপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ভেজাল গুড় জব্দ ও জরিমানা করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর পৌরসভা এলাকার কেশবপুর গ্রামের শুকুর আলীর কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়।

এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে মালিক শুকুর আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত গুড় নদীতে ফেলে ধ্বংস করা হয়। আগামীতেও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS