ভিডিও

নাটোরে ফার্মেসীতে বসে ব্রেন অপারেশনের সময় শিশু মৃত্যুর ঘটনায় বাবা-ছেলেকে আটক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১১:০৫ রাত
আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১১:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : নাটোরে ফার্মেসীতে বসে অপচিকিৎসার মাধ্যমে ৯ মাসের শিশু মৃত্যুর ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আসিফের পিতা ভ্যানচালক আসাদুল জানান, আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা থেকে ৯ মাসের শিশু আসিফের চিকিৎসার জন্য নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকার রেনু ফার্মেসীতে আসেন।

সেনাবাহিনীর মেডিকেল কোর থেকে অবসর নেয়া ফার্মেসী মালিক হাসেম আলী ও তার ছেলে হাবিব ইমন শিশুটির এক্সেরে করে মাথায় টিউমার থাকার কথা জানায়। অপারেশনের মাধ্যমে শিশুটির টিউমার অপসারণ করে দেবে জানিয়ে ৫ হাজার ফি আদায় করে পরিবারের কাছ থেকে। পরে ফার্মেসীর চেম্বারে নিয়ে আসিফের ব্রেন অপারেশনের সময় সে মারা যায়।

দীর্ঘ সময় পর পরিবার জানতে পেরে কান্না শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। নাটোর থানার এসআই মাসুদ রানা নিশ্চিত করেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ বাবা-ছেলেকে আটক করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS