ভিডিও

সাতক্ষীরায় দুই কেজি আইসসহ আটক ১

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০২:৫২ দুপুর
আপডেট: আগস্ট ৩০, ২০২৪, ০২:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), দুই বোতল এলএসডি ও চার বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ইমন (২৩) উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ইমন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), দুই বোতল এলএসডিসহ ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS